আবদুল্লাহ্ আরহাম শরীফ; সবার কাছে যিনি সুপরিচিত মোহাম্মদ শরীফ কাদেরী নামে। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধাউরডেঙ্গা গ্রামনিবাসী শরীফ বর্তমানে বসবাস করছেন চট্টগ্রাম শহরে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি এখন স্নাতক (সম্মান) পর্যায়ে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি ‘কানযুল হক’ নামক সংস্থার সাথে যুক্ত রয়েছেন। ইলমে দ্বীন তথা কুরআন-হাদীস শিক্ষার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক পড়াশোনাও করে যাচ্ছেন। কেননা, তিনি বিজ্ঞানের সাহায্যে কুরআন ও হাদীসের প্রামাণ্যচিত্র তুলে ধরতে চান।
ইলমে দ্বীন শিক্ষাব্যবস্থার ‘দরসে নিজামী’তে ১ম স্থান অধিকার করে জয়ের মালা তারই কীর্তিতে। আর এরই অন্যরুপ ‘কানযুল হক দরসে কাদেরী’ প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানভিত্তিক বিপ্লব আনতে চান তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক শিক্ষাও তার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। কেননা, তারমতে, “প্রাতিষ্ঠানিক শিক্ষা জ্ঞানের পরিপূর্ণতা দিতে পারেনা ”।
যুক্তিনির্ভর কথাবার্তার জন্য পরিচিতের কাছ থেকে অসামান্য ভালোবাসা অর্জন করে থাকেন। তিনি বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে ডিবেটে অংশগ্রহণ করে জয়লাভ করেছেন।তার ভাষায়, “আমি হয়তো জ্ঞানী হতে সুযোগ পাইনি। কিন্তু দার্শনিক হতে যথেষ্ট সুযোগ পেয়েছি ”। দর্শনশাস্ত্র, গণিতশাস্ত্র, অর্থনীতি সহ এমন বহুমুখী বিদ্যায় রয়েছে তার আগ্রহ।
এছাড়াও সাহিত্যের প্রতি তার প্রতিভা প্রকাশ হয় শৈশবকাল থেকেই। তখন থেকে আজ পর্যন্ত লিখালিখির কাজ চলমান রয়েছে। অতি অল্প সময়ে অসংখ্য কবিতা লিখে শিক্ষক এবং বন্ধুসমাজে অতুলনীয় প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তার অধিকাংশ কবিতায় বিপ্লব, জাগরণ এবং মানবতার কথা প্রকাশ পায়। তার ‘বিপ্লব’ কবিতাটি বন্ধুমহলে পৌঁছলে তারা তাকে ভালোবেসে ‘বিপ্লবী কবি’ বলে আখ্যা দেয়। তিনি প্রচারবিমুখ হওয়ায় সর্বত্র তার কবিতা পৌছেনি বলা যায়। তার প্রধান দুজন শিক্ষকসহ কয়েকজন ভাই তাকে কবিতাগুলো প্রকাশে উৎসাহিত করলে কাব্যগ্রন্থ বের করবেন বলে জানান। এছাড়াও বিষয়ভিত্তিক বই প্রকাশ পাবে বলে জানান তিনি। বেশ কয়েকটি বিষয়ে লিখালিখি সম্পন্ন করে বলেন, “সুযোগ-সামর্থ্য হলে অতিসত্তর এগুলো বই আকারে প্রকাশ করবো। কেননা, বর্তমানের প্রেক্ষাপটেই এসব লিখেছি। মানুষ সমাধানের অন্তত সূত্র হলেও পাবে বলে নিশ্চয়তা দিচ্ছি ”।
ইসলামের সত্যতা এবং যৌক্তিকতা বোঝাতে কার্যক্রম করে যাচ্ছেন তিনি। তিনি বলেন, “বিরুদ্ধবাদীদের সমস্ত অযৌক্তিক যুক্তি খন্ডন করতে প্রস্তুত আছি। আমরা গোঁয়ার নই যে, সত্য জেনেও অস্বীকার করবো ”। তিনি মুসলমানদের জাগরণেও কাজ করে যাচ্ছেন। তিনি চান মুসলমানদের অন্তর কলুষতামুক্ত করে প্রকৃত আশেকে রসুল হিসেবে তৈরী করতে, যাতে তারা নবীপ্রেমিক দাবীদার হিসেবে জীবনের প্রতিটি মুহূর্তে নবীপ্রেমের প্রমাণ দেয়। আর এরি ধারাবাহিকতায় ২০১৮ সালে অনানুষ্ঠানিকভাবে ‘কানযুল হক’ নামক প্লাটফর্ম প্রতিষ্ঠা করে মিশন এগিয়ে নিচ্ছেন। এছাড়াও এর কয়েকটি অঙ্গসংগঠনও রয়েছে। বর্তমানে দেশে ৬ টিরও অধিক শাখা প্রতিষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ‘কানযুল হক’ -এর অফিসিয়াল ওয়েবসাইটঃ https://kanzulhaq.com/ ভিজিট করুন।
০১৬০-১৫১-০১৬০
https://sharif-qadri.com/
mailsharif-qadri.com